Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নাইঘর বলান দিঘী
স্থান

নাইঘর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

কিভাবে যাওয়া যায়

শাসনগাছা বাস স্ট্যান্ড হতে বাস/সিএনজি যোগে ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়া হতে নাইঘর।

বিস্তারিত

সংক্ষিপ্ত বর্ণনা:

উপজেলা সদর থেকে বি-পাড়া-হরিমঙ্গল রোডে দুই কি.মি. দূরে গেলেই নাইঘর গ্রাম। উত্তর পাড়ে বিরাট ঈদগাহ ময়দান, পাশেই নাইঘর ইসলামিয়া দাখিল মাদরাসা ও হাজী রেহান উদ্দিন হাফিজিয়া মাদরাসা। দক্ষিণ ও পশ্চিম পাড়ে বসতি এবং পূর্ব পাড়ে  কবরস্থান। মাঝখানেই অপরূপ সৌন্দর্য মন্ডিত প্রকৃতির দান ‘বলান দিঘী’।  বলান নিয়ে নানা জনের নানা মত।এর প্রকৃত ইতিহাস কারোরই জানা নেই।  তবে লোক মুখে প্রচলিত আছে যে, ৩০০ বছর পূর্বে এ দিঘীর স্থলে নদী বা নালার মতো ছিল। পরে দিঘীটি অলৌকিক ভাবেই এক রাতে তৈরী হয়েছে। মাটি পূর্ব পাড়ে ভরাট হয়েছে।  আশেপাশের বসতিরা একদিন সকালে উঠেই দিঘীর নমুনা দেখতে পায়। ধীরে ধীরে বলানের দুই পাড়ে বসতি গড়তে থাকে। তখন থেকেই  এলাকার মানুষ দিঘীর পূর্ব পাড়কে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে। অনেকে এই কবরস্থানকেই আঞ্চলিক ভাষায় বলান বলে আসছে। দিঘীর পাড়ে বলান, তাই বলান দিঘী। অথবা (অলৌকিক) শক্তি>বল>বলিয়ান>বলান এ রূপান্তর থেকেও নামকরণ হতে পারে। বর্তমানে এ দিঘী সরকারের খাস হিসেবে আছে। এ দিঘীর আয়তন ৬.৪৩ একর।