Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাঁচ পীরের মাজার, শশীদল
স্থান

শশীদল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। 

কিভাবে যাওয়া যায়

চাঁদপুর বাস স্ট্যান্ড, কুমিল্লা হতে বাস/সিএনিজি যোগে শশীদল। ব্রাহ্মণপাড়া হতে সিএনজি যোগে হরিমঙ্গল। তথা হতে বাস/সিএনজি যোগে শশীদল।

বিস্তারিত

পাঁচ পীরের মাজার কুমিল্লা জেলাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গ্রামে অবস্থিত। শশীদল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পশ্চিম দিকে জামাল মার্কেট সংলগ্ন অবস্থিত। কথিত আনুমানিক ১৯৩০ সালে মরহুম খাদেম আমান উদ্দিন ফকিরকে পাঁচজন পীর স্বপ্নে দেখান যে, আমরা ০৫ জন পীর এ স্থানে বসে বিশ্রাম নিয়েছিলাম। তুমি এখানে একটি দরগাহ তৈরি কর। তখন তিনি নিজ উদ্যোদে এ দরগাহটি নির্মাণ করেন। পরবর্তীতে স্থানীয় জনগণের উদ্যোগে চতুর্দিকে সীমানা প্রাচীরসহ পাকা দরগাহ তৈরি করেন। তখন থেকে প্রতি বছর মাঘ মাসের ১৫ তারিখ এ দরগাহ প্রাঙ্গণে বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়। এ দরগা’র কবরস্থানে এলাকার বহু জ্ঞানী ও গুণী লোক সমাহিত আছেন।